নিচে কোন ভগ্নাংশটি বৃহত্তম ?

  • $ \frac{3}{5} $
  • $ \frac{5}{8} $
  • $ \frac{6}{11} $
  • $ \frac{8}{14} $

প্রথম দুটি নিয়ে বজ্র বা ক্রস গুণ করলে পাই
$ \frac{3}{5} * \frac{5}{8}; 24 < 25 $, অর্থাৎ দ্বিতীয়টি বড়।
দ্বিতীয় ও তৃতীয়টি নিয়ে
$ \frac{5}{8} * \frac{6}{11}; 55>48 $ , অর্থাৎ দ্বিতীয়টি বড়।
এবার দ্বিতীয়টি ও চতুর্থটি নিলে
$ \frac{5}{8} * \frac{8}{14}; 70>64 $ , এ ক্ষেত্রেও দ্বিতীয়টি বড়।