‘জলে-স্থলে’ কী সমাস?

  • সমার্থক দ্বন্দ্ব
  • বিপরীতার্থক দ্বন্দ্ব
  • অলুক দ্বন্দ্ব
  • একশেষ দ্বন্দ্ব

যে দ্বন্দ্ব সমাসে কোনো বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলে । অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ- দুধে-ভাতে , জলে-স্থলে , দেশে-বিদেশে , হাতে-কলমে ইত্যাদি ।