গোল্ডেন মিন(Golden Mean) হলো-

  • সমস্ত সম্ভাব্য কর্মের গড়
  • দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
  • ত্রিভূজের দুটি বাহু ও ভূ-কেন্দ্রের সম্পর্ক
  • একটি প্রাচীন দার্শনিক ধারার নাম

প্রাচীন গ্রিকের বিশেষত এ্যরিস্টটলের সময়ের একটি দার্শনিক তত্ত্ব। যা দুটি চরম পন্থার মধ্যবর্তী ঈপ্সিত অবস্থা কে বুঝায়। যেমন 'সাহস' ভালো গুন কিন্তু তা অধিক হলে একজন 'বেপরোয়া' হয়ে উঠতে পারে আবার কম হলে 'কাপুরুষ'। তাই মধ্যবর্তী অবস্থায়ই বাঞ্চনীয়।