‘গাছপাথর’ বাগধারাটির অর্থ-

  • ভূমিকা করা
  • হিসাব-নিকাশ
  • অসম্ভব বস্তু
  • বাড়াবাড়ি করা

  1. গাছকোমর বাঁধা- গাছে ওঠার সময় বা অন্য কোনো ভারী কাজ করার সময় বস্ত্রাঞ্চল কোমরে জড়ানো।
  2. গাছে চড়ানো- অযথা প্রশংসা করে বা চাটু বাক্য বলে কাউকে গর্বিত করা।
  3. গাছে তুলে মই কেড়ে নেওয়া প্ররোচনা দিয়ে কঠিন বা বিপজ্জনক কাজে লিপ্ত করবার পর অসহায় অবস্হায় ফেলে চলে যাওয়া।
  4. গাছে কাঁঠাল গোঁফে তেল- কাজ শুরুর আগেই ফল উপভোগের চিন্তা করা।
  5. গাছে না উঠতেই এক কাঁদি (বিদ্রুপে) কাজ শুরুর আগেই ফল উপভোগের ব্যবস্থা।
  6. গাছপাথর- হিসাবের নির্দেশক (তার বয়েসের গাছপাথর নেই-অর্থাত্ অনেক বয়েস হয়েছে)।
  7. পাথরে পাঁচ কিল- ক্রমাগত কিল মেরে যেমন পাথরের ক্ষতি করা যায় না তেমনি কিছুতেই ক্ষতিসাধন করা যায় না এমন ভাগ্য অর্থাৎ অত্যন্ত সৌভাগ্য, অতিশয় সুদিন।