গঠনরীতিতে শ্রীকৃষ্ণকীর্তণ কাব্য মূলত-

  • পদাবলী
  • ধামালি
  • প্রেমগীতি
  • নাটগীতি

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্র — কাহ্নাঞি, রাধা, বড়াঞি। কাব্যের চরিত্র-মধ্যে ঘাত-প্রতিঘাত আছে; বাক-বিতন্ডা, রাগ-দ্বেষ ইত্যাদি আছে। ফলে কাব্যটি গতিশীল ও নাট্যরসাশ্রিত হয়েছে। এতে গীতিরসেরও উপস্থিতি লক্ষণীয়। তাই এটি নাট্যগীতি শ্রেণির।