কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?

  • নিখুত
  • আনমনা
  • অবহেলা
  • নিমরাজী

  1. নিখুত - নি উপসর্গ একই সাথে বাংলা এবং সংস্কৃত।
  2. আনমনা- আন খাঁটি বাংলা উপসর্গ।
  3. অবহেলা - অব সংস্কৃত উপসর্গ।
  4. নিমরাজী - নিম ফারসি উপসর্গ। নিম উপসর্গটি আধা বা অর্ধেক বুঝাতে ব্যবহার হয় যেমন- নিমরাজি- অর্ধেক রাজি, নিমখুন- প্রায় হত্যা।