কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?

  • আষাঢ়
  • আঘাটা
  • আয়না
  • আনন

  1. সংস্কৃত শব্দ আষাঢ় গঠিত হয়েছে প্রত্যয়ের মাধ্যমে- আ+√সহ(হ=ঢ়)+অ
  2. ফারসি শব্দ আইনাহ্‌ থেকে আয়না হয়েছে।
  3. বাংলা উপসর্গ 'আ' যুক্ত হয়ে (আ + ঘাট + আ) আঘাটা গঠিত হয়েছে। ব্যবহার করা হয় না বা ব্যবহার করা যায় না এমন ঘাট বলতে আঘাটা বুঝায়।
  4. সংস্কৃত শব্ধ আনন গঠিত হয়েছে প্রত্যয়যোগে - আ + √অন + অন