কোন বানানটি শুদ্ধ?

  • বিভিষীকা
  • বিভীষিকা
  • বীভিষিকা
  • বীভিষীকা

সং. বি + √ভী + ই(ণিচ্) + অক(ণ্বুল্‌) + আ (টাপ্‌)=বিভীষিকা। ভীষণ শব্দটি মনে রাখবেন। তার সাথে মনে রাখবেন- বিভীষণ, বিভীষিকা , ভীষিত(. ভয় দেখানো হয়েছে এমন), ভীষ্ম (মহাভারতে রাজা শান্তুনু ও গঙ্গাদেবীর পুত্র), অভীষ্ট(সন্ধির নিয়মে অভি+ইষ্ট), কিন্তু 'ভিষক' বানানে ই-কার আছে। ভিষক অর্থ চিকিৎসকত বা বৈদ্য।