কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?

  • সৌদি আরব
  • ভেনিজুয়েলা
  • ইরান
  • ইরাক

তেল রপ্তানিকারক দেশসমুহের সংগঠন হচেছ OPEC বা Organization of Petroleum Exporting countries. 1960 সালে ১৪ডিসেম্বর ভেনেজুয়েলার উদ্যোগে ৫টি দেশের সমন্বয়ে বাগদাদ কনফারেন্সে ওপেক গঠন করা হয়। প্রতিষ্ঠাকালীন ৫ টি দেশঃ সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত ও ভেনিজুয়েলা।