কোন কবিতা রচনার জন্য কাজী নজরম্নল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয়?

  • বিদ্রোহী
  • আনন্দময়ীর আগমনে
  • প্রলয়োলল্লাস
  • রক্তাম্বরধারিণী মা

আনন্দময়ীর আগমনে কবিতাটি 'ধুমকেতু' পত্রিকার ২৬ সেপ্টেম্বর ১৯২২ সংখ্যায় প্রকাশ হলে ৮ নভেম্বরের ঐ পত্রিকার সংখ্যা নিষিদ্ধ করা হয় । ব্রিটিশ সরকার ১ বছরের সশ্রম কারাদন্ড দেন। মনে রাখবেন পত্রিকার ঐ সংখ্যাটি নিষিদ্ধ করা হয়। কোন কাব্যগ্রন্থ নিষিদ্ধ করা হয়নি।