কোনটি বাগধারা বোঝায়?

  • শিরে সংক্রান্তি
  • চৈত্র সংক্রান্তি
  • পৌষ সংক্রান্তি
  • শিব সংক্রান্তি

সংক্রান্তি = সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন;সঞ্চার, গমন ব্যাপ্তি; বাংলা মাসের শেষ দিন। পৌষ সংক্রান্তি= পৌষ মাসের শেষ দিন, অনুরূপ ভাবে চৈত্র সংক্রান্তি = চৈত্র মাসের শেষ দিন, হিন্দু পঞ্জিকা মতে দিনটিকে গণ্য করা হয় মহাবিষুব সংক্রান্তি নামে।এ দিন শিব-কালীর পূজা করা হয় বলে এর অপর নাম শিব সংক্রান্তি শিরে সংক্রান্তি = আসন্ন বিপদ,(বাগধারা)