কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?

  • হরপ্রসাদ শাস্ত্রী
  • রামরাম বসু
  • দেবেন্দ্রনাথ ঠাকুর
  • অক্ষয় কুমার দত্ত

ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম কেরি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে হেড পণ্ডিত, রামমোহন বাচস্পতিকে সেকেন্ড পণ্ডিত ও রামরাম বসুকে অন্যতম সহকারী পণ্ডিতের পদে নিয়োগ করেন। উইলিয়াম কেরিকে তিনি বাংলা শিখতে সহায়তা করেন, তাই তিনি কেরি সাহেবের মুন্সি হিসাবে পরিচিত হন। রামরাম বসুর লেখা গ্রন্থ ২টি i. রাজা প্রতাপাদিত্য চরিত্র(১৮০১) ii. লিপিমালা(১৮০২)- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্র সাহিত্য।