‘কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ পথ?’ কার লেখা?

  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • কৃষ্ণ চন্দ্র মজুমদার
  • কামিনী রায়
  • যতীন্দ্র মোহন বাগচী

কৃষ্ণ চন্দ্র মজুমদারের বিখ্যাত কিছু উক্তি মানুষের মুখে মুখে আজও ফেরে-

  1. যে জন দিবসে মনের হরষে জালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশিতে প্রদীপ ভাতি। - মিতব্যয়িতা।
  2. চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আশীবিষে দংশেনি যারে – সমব্যাথী।
  3. কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যাম বিহনে কার পুরে মনোরথ।