‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এ পঙক্তিটি নিচের একজনের লেখা-

  • লালন শাহ্
  • সিরাজ সাঁই
  • মদন বাউল
  • পাগলা কানাই

কবি রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গানে প্রভাবিত হয়ে, প্রবাসী পত্রিকার ‘হারামণি’ বিভাগে লালনের কুড়িটি গান প্রকাশ করেন। ফরিদা পারভিন উপমহাদেশের সেরা লালন সঙ্গীত শিল্পীদের একজন। শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় লালনের খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় গানটির অবস্থান ১৪তম। লালনের কয়েকটি উল্লেখযোগ্য গানঃআমি অপার হয়ে বসে আছি। সব লোকে কয় লালন কি জাত সংসারে। আমার ঘরের চাবি পরের হাতে… জাত গেলো জাত গেলো বলে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা…