কত সালে মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয়?

  • ১৮৬০
  • ১৮৬৫
  • ১৮৫৯
  • ১৮৬১

বাংলা সাহিতে প্রথম সার্থক মহাকাব্য ‘মেঘনাদ বধ’(১৮৬১) মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ কীর্তি ও- অমিত্রাক্ষর ছন্দে রামায়ণ উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্যটি। কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত। চরিত্র-চিত্র হিসেবে রয়েছেন : রাবণ, ইন্দ্রজিৎ, সীতা, সরমা, প্রমীলা প্রমুখ। রামায়ন মহাকাব্যে রাম চন্দ্র নায়ক হলেও- মেঘনাদ বধ কাব্যে রাবণ নায়ক।