অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো-

  • অন্ত্যমিল আছে
  • অন্ত্যমিল নেই
  • চরণের প্রথমে মিল থাকে
  • চরণের প্রথমে মিল থাকে না

বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। যে ছন্দে চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকে না, তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে। ঊনবিংশ শতাব্দীতে বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত