‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?

  • দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাত-বিচারে ভিন্ন হলেও আসলে এক
  • শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
  • শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
  • দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম

‘অবমূল্যায়ন’এ অব উপসর্গটি ব্যবহার হয়েছে 'নিচে/কমে' অর্থে। ‘অবমূল্যায়ন’ মানে দাম/মূল্য কমে যাওয়া। কিন্তু ‘অবদান’ শব্দটিতে অব উপসর্গটি সম্যক বা বিশিষ্টার্থে ব্যবহার হয়েছে। কেননা বিশেষ দানকেই আমরা অবদান বলে থাকি।