44th Preliminary

25. নিচের কোনটি যৌগিক বাক্য?

  • দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
  • তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
  • মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
  • ছেলেটি চঞ্চল তবে মেধাবী।

Answer

47. সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত’ (conflict of interest’) এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে:

  • সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে
  • প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে
  • সরকারি স্বার্থ জড়িত থাকে
  • উর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে

Answer

51. বাংলাদেশে দুনীতিকে দণ্ডনীয় ঘােষণা করা হয়েছে যে বিধানে—–

  • ১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে
  • ২০১৮ সালে প্রণীত সরকারী কর্মচারী (শৃখলা ও আপীল) বিধিমালাতে
  • ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে
  • উপরের সবগুলোতে

Answer

52. ‘জাতীর শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার হচ্ছে —-

  • শুদ্ধ ভাবে কার্যসম্পাদনের কৌশল
  • সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
  • দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড
  • সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড

Answer

58. নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?

  • নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
  • নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
  • নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
  • নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়

Answer

114. ‘কেপলার-৪৫২বি’ কী?

  • একটি মহাকাশযান
  • পৃথিবীর মতাে একটি গ্রহ
  • সূর্যের মতাে একটি নক্ষত্র
  • NASA – এর অত্যাধুনিক টেলিস্কোপ

Answer

124. COP 26-এ COP মানে কী?

  • কনফারেন্স অব প্যারিস
  • কনফারেন্স অব দ্য পাওয়ার
  • কনফারেন্স অব দ্য পাটিস
  • কনফারেন্স অব দ্য প্রটোকল

Answer

190. কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?

  • জর্দান ও মিশর
  • কুয়েত ও বাহরাইন
  • লিবিয়া ও ওমান
  • তিউনিসিয়া ও আলজেরিয়া

Answer

191. প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?

  • সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
  • অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার
  • আগস্ট মাসের শেষ সোমবার
  • অক্টোবর মাসের প্রথম সোমবার

Answer