37th Preliminary

12. জাতিসংঘের স্থায়ী সদস্য-

  • জাপান, জার্মানী, ফ্রান্স, বৃটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
  • ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন
  • যুক্তরাষ্ট্র, জার্মানী, বৃটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
  • উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরায়েল, চীন

Answer

29. তাপ ইঞ্জিনের কাজ- (Heat Engine)

  • যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর
  • তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
  • বিদ্যুত শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
  • তাপ শক্তিতে বিদ্যুত শক্তিতে রুপান্তর

Answer

40. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?

  • যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
  • দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহন না করা
  • নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
  • ঊধ্বতন কর্তৃপক্ষের যে কোন নির্দেশ প্রতিপালন করা

Answer

46. একটি মোটা ও একটি চিকন হাতওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দু’টি স্ক্রু- কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?

  • মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
  • চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
  • দুটিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
  • কোনটিই নয়

Answer

48. ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছু্ক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

  • পূর্ব
  • পশ্চিম
  • উত্তর
  • দক্ষিণ

Answer

144. Ode কী?

  • শোককবিতা
  • পত্রকাব্য
  • খন্ড কবিতা
  • কোরাস গান।

Answer

145. কোন বাক্যটি শুদ্ধ?

  • আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
  • তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
  • তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
  • সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।

Answer

155. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?

  • ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
  • ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
  • প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
  • প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে।

Answer

183. ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব

  • একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার
  • নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার
  • চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
  • উপরের কোনটিই নয়।

Answer