30th Preliminary

35. এনজিওপ্লাস্টি হচ্ছে-

 • হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
 • হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
 • হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
 • হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন

68. প্র, পরা, অপ –

 • উপসর্গ স্থানীয় অব্যয়
 • বিদেশি উপসর্গ
 • সংস্কৃত উপসর্গ
 • বাংলা উপসর্গ

86. দুটি এিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয় ?

 • একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান
 • একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান
 • একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই কোণে ও অনুরুপ বাহুর সমান
 • একটির দুই বাহু ও অন্তুর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তুর্ভুক্ত কোণের সমান