16th Preliminary

10. কর্কটক্রান্তি রেখা-

  • বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়া গিয়াছে
  • বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়া গিয়াছে
  • বাংলাদেশের মধ্যখান দিয়া গিয়াছে
  • বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত

Answer

38. জর্দান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্দানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রাবিন ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন?

  • ২৪ অক্টোবর, ১৯৯৪
  • ২৫ অক্টোবর, ১৯৯৪
  • ২৬ অক্টোবর, ১৯৯৪
  • ২৭ অক্টোবর, ১৯৯৪

Answer

40. আবহাওয়ায় ৯০% আদ্রতা মানে-

  • বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
  • ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
  • বাতাসে জলীয় বাষ্পের পরিমান সম্পৃক্ত অবস্থায় ৯০%
  • বাতাসে জলীয় বাষ্পের পরিমান বৃষ্টিপাতের সময়ের ৯০%

Answer

43. ১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্নপ্রকাশ করে?

  • রাশিয়াস চয়েস
  • লিবারেল ডেমোক্রেটিক পার্টি
  • সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
  • দ্য কমিউনিস্ট পার্টি

Answer

47. বি-৫২ কী?

  • এক ধরনের বোমারু বিমান
  • ভূমি হতে শূণ্যে নিক্ষেপণযোগ্য এক ধরনের ক্ষেপণাস্ত্র
  • এক ধরনের যাত্রীবাহী বিমান
  • এক বিশেষ ধরনের হেলিকপ্টার

Answer

75. ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?

  • দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাত-বিচারে ভিন্ন হলেও আসলে এক
  • শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
  • শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
  • দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম

Answer

91. একজন দোকানদার ৭ ১/২% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশী হত, তাহলে তার ২০% লাভ হোত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

  • ১০০ টাকা
  • ২০০ টাকা
  • ৩০০ টাকা
  • ৪০০ টাকা

Answer