ডাউনলোড পিডিএফবিসিএস এর বিভিন্ন বই, মডেল টেস্ট, নোটসহ অন্যান্য বাংলা উপন্যাস, প্রবন্ধ, নাটক, কবিতা, ছড়া, গল্পের বই ডাউনলোড করুন।

14th Preliminary

16. ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে –

  • জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট অনুষ্ঠান
  • সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
  • সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
  • পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত করা

Answer

17. গ্লাসনস্ত এর অর্থ কি?

  • সমাজতন্ত্রের সংগঠন
  • খোলামেলা আলোচনা
  • সমাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান
  • সমাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা

Answer

31. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-

  • ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
  • বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
  • প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
  • ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়

Answer

33. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাড়ান ব্যাক্তির কাছে বাঁশীর কম্পনাঙ্ক –

  • আসলের সমান হবে
  • আসলের চেয়ে বেশী হবে
  • আসলের চেয়ে কম হবে
  • আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে

Answer

41. পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশ গুলোকে ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ বলা হয়?

  • মায়ানমার, থাইল্যান্ড, চীন
  • মায়ানমার, থাইল্যান্ড, লাওস
  • মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া
  • ইরান, আফগানিস্তান, পাকিস্তান

Answer

46. বর্ণ হচ্ছে-

  • শব্দের ক্ষুদ্রতম অংশ
  • একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
  • ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
  • ধ্বনি নির্দেশক প্রতীক

Answer

57. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?

  • গাড়ির মধ্যেই বসে থাকবেন
  • কোন গাছের তলায় আশ্যয় নিবেন
  • বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
  • বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাড়িয়ে থাকবেন

Answer

81. বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে- এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-

  • আধিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে।
  • বনের পশু বনে থাকতেই ভালোবাসে।
  • জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।
  • প্রকৃতির রূপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম।

Answer

83. কোন বাক্যে ‘ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড়’ প্রবাদটি বিশেষ অর্থ প্রকাশ করেছে?

  • ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও।
  • ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটা বল।
  • ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল।
  • ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও।

Answer

89. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?

  • একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
  • দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন

Answer

99. এক গোয়ালা তার n সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিত ভাবে বন্টন করে দিল। প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুক্রকে ১/৫ অংশ এবং বাকি ৭ টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত?

  • 100
  • 140
  • 180
  • 200

Answer