- ধূসর পান্ডুলিপি
- নাম রেখেছি কোমল গান্ধার
- একক সন্ধ্যায় বসন্ত
- অন্ধকারে একা
Answer : A
টিকাঃ
নাম রেখেছি কোমল গান্ধারঃ বিষ্ণু দে।
একক সন্ধ্যায় বসন্তঃ সৈয়দ আলী আহসান।
অন্ধকারে একাঃ মোহাম্মদ উল্লাহ।
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলো হল- ঝরা পালক(প্রথম কাব্যগ্রন্থ ), ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা।
- মালয়েশিয়া
- থাইল্যান্ড
- ইন্দোনেশিয়া
- দক্ষিণ কোরিয়া
Answer : D
টিকাঃ
আসিয়ান ৮ আগস্ট, ১৯৬৭ তারিখে গঠিত হয়, আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি- ইন্দোনেশিয়া (Indonesia), মালয়েশিয়া, ফিলিপাইন(Philippines), সিঙ্গাপুর(Singapore) , থাইল্যান্ড(Thailand). এরপর বিভিন্ন সময়ে আসিয়ানে আরও পাঁচটি রাষ্ট্র যোগ দেয়, পরে যোগ দেওয়া রাষ্ট্রগুলো হল- ব্রুনাই, কম্বোডিয়া(Cambodia), লাওস(Laos), মিয়ানমার, ও ভিয়েতনাম। জাপান, দক্ষিণ কোরিয়া আসিয়ানের সদস্য নয়। সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে স্বল্প ট্যারিফে বাণিজ্য করার জন্য আফটা(AFTA) চুক্তি সই করে।
- সৌদি আরব
- ভেনিজুয়েলা
- ইরান
- ইরাক
Answer : B
টিকাঃ
তেল রপ্তানিকারক দেশসমুহের সংগঠন হচেছ OPEC বা Organization of Petroleum Exporting countries. 1960 সালে ১৪ডিসেম্বর ভেনেজুয়েলার উদ্যোগে ৫টি দেশের সমন্বয়ে বাগদাদ কনফারেন্সে ওপেক গঠন করা হয়। প্রতিষ্ঠাকালীন ৫ টি দেশঃ সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত ও ভেনিজুয়েলা।
- অক্ষয় কুমার দত্ত
- মোজাম্মেল হক
- আবুল হোসেন
- আকরাম খাঁ
Answer : B
টিকাঃ
1. মোজাম্মেল হক ‘মোসলেম ভারত’ ও ‘লহরি’ পত্রিকার সম্পাদনা করেন।
2. তত্ত্ববোধিনী সভার(প্রতিষ্ঠার তারিখ ১৮৩৯ সালে ৬ অক্টোবর ) মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত ।
3. আবুল হোসেন শিখা পত্রিকার সম্পাদক।
4. দৈকিন খাদেম ও সাপ্তাহিক মোহাম্মাদী এর সম্পাদক ছিলেন আকরাম খাঁ ।
- অপূর্ব
- ভূতপূর্ব
- অদৃষ্টপূর্ব
- অভূতপূর্ব
Answer : B
টিকাঃ
যা পূর্বে কখনো হয় নি/ঘটেনি- অভূতপূর্ব।
যা পূর্বে চিন্তা করা যায় নি- অচিন্তিতপূর্ব।
যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব।
যা পূর্বে দেখা যায় নি – অদৃষ্টপূর্ব ।
যা পূর্বে শোনা যায় নি- অশ্রুতপূর্ব।
- হাতি/হাতী
- নারি/নারী
- জাতি/জাতী
- দাদি/দাদী
Answer : A
টিকাঃ
মূল সংস্কৃত শব্দে যদি ঈ/ঊ-কার থাকে তবে তদ্ভব বা অর্ধতৎসম শব্দে ঈ/ঊ-কার অথবা ই/উ-কার ব্যবহার করা যাবে। তবে আধুনিক বানানের নিয়মে হ্রস্বস্বরের ব্যবহার অধিক গ্রহণযোগ্য। সংস্কৃত হস্তী থেকে হাতী/হাতি।
সংস্কৃত দায়াদ থেকে হিন্দি দাদা, তার সাথে ই/ঈ প্রত্যয় যোগ করে দাদি/দাদী।
সংকৃত নর-এর সাথে স্ত্রীবাচক প্রত্যয় ঈ যুক্ত হয়ে নারী শব্দটি গঠিত হয়েছে। তাই ‘নারি’ বানান ভুল।
ঈ, ঈয়, অনীয় প্রত্যয় যোগ ঈ-কার হবে। যেমন— জাতীয় (জাতি), দেশীয় (দেশি ), পানীয় (পানি)। ‘জাতী’ বানান ভুল।
তাই এখানে সঠিক উত্তর হবে দুটি হাতি/হাতী ও দাদি/দাদী
- খুব চৌকস অর্থে
- নিতান্ত অলস অর্থে
- যার বড় গোঁফ আছে
- অর্থে চাটুকার অর্থে
Answer : A
টিকাঃ
ব্যাপারটা এমন যে- এক ব্যক্তি খেজুর গাছের নিচে শুয়ে আছে। হঠাৎ একটি খেজুর তার মুখের কাছে গোঁফে এসে পরে। কিন্তু সে এতই অলস যে জিভ দিয়ে টেনে মুখে পুরতে তার ইচ্ছা হচ্ছে না।
- ঘর থেকে ছাড়া = ঘর ছাড়া
- অরুণের মত রাঙা = অরুণরাঙা
- হাসি মাখা মুখ- হাসিমুখ
- ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী
Answer : C
টিকাঃ
ঘর থেকে ছাড়া = ঘর ছাড়া(পঞ্চমী তৎপুরুষ) অরুণের মত রাঙা = অরুণরাঙা(উপমান কর্মধারয়) হাসি মাখা মুখ- হাসিমুখ/ ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী (দ্বিতীয়া তৎপুরুষ)
বিস্তারিত দেখুন- কর্মধারয় সমাস