12th Preliminary

1. নিচের কোন উক্তিটি সঠিক ?

  • বায়ু একটি যৌগিক পদার্থ
  • বায়ু একটি মৌলিক পদার্থ
  • বায়ু একটি মিশ্র পদার্থ
  • বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়

Answer

2. আকাশে বিদ্যুৎ চমকায় –

  • মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
  • দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
  • মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে
  • মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে

Answer

3. প্রবল জোয়ারের কারণ ,যখন –

  • সূর্য ও চন্দ্রের পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
  • চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
  • পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
  • সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে

Answer

6. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন –

  • এটি হাল্কা ও দামে সস্তা
  • এটি সব দেশেই পাওয়া যায়
  • এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
  • এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে

Answer

7. ফিউশন প্রক্রিয়ায়-

  • একটি পরমানু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
  • একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে
  • ভারি পরমানু ভেঙ্গে হালকা পরমানু গঠিত হয়
  • একটি পরমানু ভেঙ্গে দুটি পরমানু সৃষ্টি হয়

Answer

9. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো –

  • ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার হয়
  • সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
  • পালের দড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
  • পালের আকৃতিক সুকৌশল ব্যবহার করা যায়

Answer

12. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন-

  • বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
  • বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
  • বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
  • বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান

Answer

13. গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার –

  • সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষনে ঘাটতি
  • তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি
  • প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃএিম চাষের প্রয়োজনীয়তা
  • গাছপালা আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার

Answer

18. ‘৫০০ দিনের প্লান’ বলতে বুঝায় যে এই সময়ের মধ্যে-

  • ওয়ারস জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
  • রুমানিয়াতে গণতন্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
  • সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন করা
  • পূর্ব জামার্নি হতে সৌভিয়েত সৈন্য প্রতাহার সম্পন্ন করা

Answer

20. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-

  • পিকিং স্পোর্টস স্টেডিয়াম
  • বেইজিং স্পোর্টস স্টেডিয়াম
  • ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
  • চায়না স্টোর্টস স্টডিয়াম

Answer

37. ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য –

  • দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
  • দুদেশের নদীগুলোর পলিমাটি অপসারন
  • বন্যা নিয়ন্ত্রনে দুদেশের মধ্যে সহযোগিতা
  • দুদেশের নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন

Answer

59. বটতলার পুঁথি বলতে বোঝায়_

  • মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
  • বটতলা নামক স্থানে রচিত কাব্য
  • দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য
  • অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য

Answer

61. শুদ্ধ বাক্যটি চিহ্ণিত করন –

  • বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
  • বিদ্যান ব্যক্তিগ দারিদ্রতার শিকার হন
  • বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
  • বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন

Answer

78. রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় ?

  • রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ করা
  • রাডারের সাহায্যে চারপাশের পরিবেশ অবলোকন করা
  • কোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন
  • উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন

Answer

83. বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টির নির্ভুল উত্তর দিল।বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল।সমস্ত প্রশ্নের মান সমান।যদি ছাএ শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?

  • ১৫ টি
  • ২০ টি
  • ২৫ টি
  • ১৮ টি

Answer