ডাউনলোড পিডিএফবিসিএস এর বিভিন্ন বই, মডেল টেস্ট, নোটসহ অন্যান্য বাংলা উপন্যাস, প্রবন্ধ, নাটক, কবিতা, ছড়া, গল্পের বই ডাউনলোড করুন।

10th Preliminary

1. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইড্রোভোল্টেজ ব্যবহার করার কারন-

  • এতে বিদ্যুতের অপচয় কম হয়
  • এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
  • অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
  • প্রয়োজন মত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়

Answer

4. মাছ অক্সিজেন নেয়-

  • মাঝে মাঝে পানির উপর নাক তুলে
  • পানিতে অক্সজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
  • পটকার মধ্যে জমানো বাতাস হতে
  • পানির মধ্যে দ্রবিভূত বাতাস হতে

Answer

28. বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল যা –

  • তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করে
  • তাপ শক্তিকে ত্বরিত শক্তিতে রুপান্তরিত করে
  • যান্ত্রিক শক্তিকে ত্বরিত শক্তিতে রুপান্তরিত করে
  • তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করে

Answer

67. শুদ্ধ বাক্য কোনটি?

  • দুর্বলবশত অনাথিনী বসে পড়ল।
  • দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল।
  • দুর্বলাতাবশত অনাথা বসে পড়ল।
  • দুর্বলবশত অনাথা বসে পড়ল।

Answer