৬ সংখ্যার কিছু তথ্য

জাতীয় পাট দিবস – ৬ মার্চ

বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা

বাংলাদেশে মাতৃকালীন ছুটি ৬ মাস

জাতীয় ক্রীড়া দিবস ৬ এপ্রিল

বরিশাল বিভাগে জেলা আছে ৬টি।

দেশে বর্তমানে মোবাইল অপারেটরের সংখ্যা ৬টি।

মুক্তিযুদ্ধের সময় রংপুর ছিল ৬ নম্বর সেক্টরের অধীনে।

ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পাড়ি দেন ৬ বার।

জাতিসংঘ গঠিত হয় ৬ টি অঙ্গসংগঠন নিয়ে।

জাতিসংঘের সরকারি কাজকর্ম চলে ৬ টি ভাষায়।

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের স্থায়ীত্বকাল ছিল ৬ দিন।

অস্ট্রেলিয়া ৬টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত।

নোবেল পুরস্কার দেওয়া হয় মোট ৬ টি বিষয়ে।

ভলিবল খেলায় প্রতি দলে খেলোয়ার থাকে ৬ জন।

বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ ৬ টি।

সমাস ৬ প্রকার।
কারক ৬ প্রকার।
নিস্ক্রিয় গ্যাস ৬ টি।

স্ববাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে ৬ অণু পানি পাওয়া যায়।

সুষম খাদ্যের উপাদান ৬টি।

এক বর্গ ইঞ্চি সমান ৬.৪৫ বর্গ সেন্টিমিটার।

চাঁদে কোন জিনিসের ওজন পৃথিবীতে সেই জিনিসের ওজনের ৬ ভাগের ১ ভাগ।

মাছির পা/পিঁপড়ার পা/তেলাপোকার পা ৬ টি।

জোয়ারের ৬ ঘন্টা ১৩ মিনিট পর ভাটার সৃষ্টি হয়।

গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় ৬ ঘন্টা অগ্রবর্তী।

‪উদ্ভিদের‬ গৌণ পুষ্টি উপাদান ৬ টি।

পূর্ণাঙ্গ ব্যাক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা ৬ লিটার।

কার্বনের পারমাণবিক সংখ্যা ৬

সংগৃহীত

Add a Comment