রামসার কনভেনশন

রামসার কনভেনশন (Ramsar Convention) হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস। ১৯৭১ খ্রিস্টাব্দে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ Convention on Wetlands নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে। পরবর্তিতে এই চুক্তিতে যুক্তরাষ্ট্রসহ মোট ১৫৮টি দেশ স্বাক্ষর করে এবং পৃথিবীর ১৬৯ মিলিয়ন হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত ১,৮২৮টি স্থান আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে তালিকাভুক্ত করা হয়।

বাংলাদেশের রামসার স্থান ক্রমানুসারে
১. সুন্দরবন
২. হাকালুকি হাওর
৩. টাঙ্গুয়ার হাওর

সম্মেলন
প্রতি তিন বছর পর পর সদস্য রাষ্ট্রের সম্মেলন অনুষ্ঠিত হয় যা Conference of the Contracting Parties(COP). সর্বশেষ কপ সম্মেলন COP13 অনুষ্ঠিত হয় ২০১৫ সালে উরুগুয়েতে। ২০১৮ সালে COP14 অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরারতে।

Add a Comment