G-7

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G-8 এর সদস্য দেশগুলো ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়্‌ জাপান, জার্মা্‌ কানাডা, ফ্রান্স ও ইতালি। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে।
২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া অধিগ্রহণ করলে তার G-8 এর সদস্য পদ বাতিল করে দিলে এটি হয়ে যায় G-7।

২০১৮ সালে কানাডার কুইবেক অঙ্গরাজ্যের লা মালাবে শহরে অনুষ্ঠিত ৪৪তম শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে যুক্তরাষ্ট্র প্রথমে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে তাতে স্বাক্ষর প্রদান করে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল ক্রিমিয়া কে রাশিয়ার অংশ হিবসাবে মেনে নিয়ে তাকে এ গ্রুপে পুনরায় স্থান দেওয়া। (৩৯তম বিসিএস প্রিলিমিনারি)

২০১৯ সালে অনুষ্ঠিত হয় গ্রুপ-৭ এর ৪৫তম সম্মেলন। এটি অনুষ্ঠিত হয় ফ্রান্সের বিয়ারিযে (Biarritz) । এখানে ট্রাম ও ইমানুয়েল ম্যাক্রোন রাশিয়া কে ২০২০ সালের সম্মেলনে বসার ব্যাপারে একমত হন।

Add a Comment