মিশর

Egypt এর প্রতিশব্দ মিশর। কায়রো দেশের বৃহত্তম শহর ও রাজধানী।

মিশরীয় সভ্যতা পৃথিবীর প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন ।

মিশরকে নীল নদের দান বলা হয়। এই নদীর তীরে প্রচুর তুলা চাষ হয় । নীল নদ দেশটিকে দুইটি অসমান অংশে ভাগ করেছে। উল্লেখ যে নীল নদ ১১ টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

জাহাজ চলাচলকারী বিশ্বের দীর্ঘতম কৃত্রিম খাল হলো সুয়েজ খাল, এটি মিশরে অবস্থিত।

সিনাই মিশরের উত্তর-পূর্বাংশে একটি উপদ্বীপ, যা ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল দখল করে। ১৯৭৮ সালে মিশর ইসরাইলের মধ্যকার ‘ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে ইসরাইল সিনাই উপদ্বীপকে মিশরের নিকট হস্তান্তর করে। সিনাই উপদ্বীপটি আফ্রিকার সাথে মধ্যপ্রাচ্যের তথা এশিয়ার সংযোগকারী স্থলসেতুর মত কাজ করে।

গিজা পিরামিড কায়রোর প্রান্তদেশে অবস্থিত ।

আরব লীগের সদর দপ্তর মিশরের কায়রোতে।

বিশ্বের প্রথম ফতোয়া বুথ বা ইসলামি অনুশাসন কেন্দ্র চালু হয়েছে মিশরের রাজধানী কায়রোর মেট্রোতে। সেখানে বসে থাকা শায়খ বা আলেমরা নানা প্রশ্নের উত্তর দিবেন।

Add a Comment