চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক

স্প্রাটলি দ্বীপপুঞ্জঃ দক্ষিণ চীন সাগরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে চীনের সঙ্গে তাঁর প্রতিবেশী কয়েকটি দেশ যেমন ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের দীর্ঘদীনের বিরোধ। ফিলিপাইন থেকে ২১৬ কিমি দূরে দক্ষিণ চীন সাগরে স্প্রাটলি দ্বীপপুঞ্জ অবস্থিত। ২১৬ কিমি হওয়ার কারনে এগুলো ম্যানিলার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের কাছাকাছি। এ দ্বীপপুঞ্জের ফাইর ক্রস রিফ, সুবি রিফ, ও মিসচিফ রিফে চীন তিনটি কৃত্রিম দ্বীপ তৈরি করেছে। দ্বীপ তিনটিতে চীন জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়ন করেছে। এতে যুক্তরাষ্ট্র ক্ষিপ্ত হয়ে চীনকে হুঁশিয়ার করেছে। যুক্তরাষ্ট্রের মতে বেইজিংয়ের এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।

বাণিজ্য যুদ্ধঃ ট্রাম্পের দাবি মার্কিন-চীন বাণিজ্য ঘাটতি ২০০ বিলিয়ন ডলারসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিল্পে সরকারি ভর্তুকি কমাতে হবে।
চীনের দাবি শুল্ক আরোপের হুমকি বন্ধ করতে হবে। ও চীনা বিনিয়োগের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা লাগাম কিছুটা শিথিল করতে হবে।

Add a Comment