ইউ এন ডি পি(UNDP)

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি(United Nations Development Program) শুরু হয় ১৯৬৫ সালে। এর সদর দপ্তর নিউ ওয়ার্ক সিটি। উন্নত জীবনের জন্য UNDP বিভিন্ন দেশের মানুষের সাথে জ্ঞান, অভিজ্ঞতা ও সম্পদের সংযোগ ঘটায়। অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো বিশেষজ্ঞ পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে থাকে। আন্তদেশীয় কারিগরি সহায়তা ও বিনিয়োগে কাজ করে।

শীর্ষ পদঃ UNDP প্রধানের পদকে প্রশাসক(Administrator) বলা হয়। এটি জাতিসংঘের তৃতীয় সর্বোচ্চ পদ। প্রথম মহাসচিব(Secretary General) দ্বিতীয় উপমহাসচিব( Deputy Secretary-General)

SDG
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে UNDP নিম্নোক্ত ক্ষেত্রে কাজ করে থাকে-
দরিদ্র হ্রাস
HIV/AIDS
গণতান্ত্রিক সরকার ব্যবস্থা
জ্বালানি ও পরিবেশ
সামাজিক উন্নয়ন
বিভিন্ন সংকট মোকাবেলা ও তা থেকে উত্তরণ
মানবাধিকার
নারীর ক্ষমতায়ন

সুশাসন
১৯৯৭ সালে UNDP সুশাসনের সজ্ঞা প্রদান করে। সুশাসন নিশ্চিত করতে UNDP নিম্নোক্ত নয়টি উপাদানের কথা উল্লেখ করে
1. Rule of Law 2. Transparency 3. Responsiveness 4. Consensus Oriented 5. Equity and Inclusiveness 6. Effectiveness and Efficiency 7. Accountability 8. Participation 9. Strategic Vision

Add a Comment