ইন্টারনেট অব থিংস

ইন্টারনেট অব থিংস: ধরুন, আপনি বিছনায় শুয়ে আছেন, উঠতে মন চাইছে না। কিন্তু বাতি নেভাতে হবে। অ্যাপে চাপ দিয়েই বাতিটা নিভিয়ে দিলেন। এটাই হলো স্মার্ট বাড়ির ধরন। হতে পারে, কণ্ঠস্বর দিয়েও বাড়িতে থাকা কোনো যন্ত্র নিয়ন্ত্রণ করা। স্মার্ট বাড়ির যে প্রযুক্তি, তা হচ্ছে ইন্টারনেট অব থিংসের উদাহরণ। এসব প্রযুক্তি মানুষের জীবনযাপনকে সহজ করে তুলবে। বাংলাদেশেও দিন দিন এই প্রযুক্তির ব্যবহার বাড়ছে।

ইনভেস্টপেডিয়ায় আইওটি এর সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে-

The Internet of Things (IoT) refers to a network comprised of physical objects capable of gathering and sharing electronic information. The Internet of Things includes a wide variety of “smart” devices, from industrial machines that transmit data about the production process to sensors that track information about the human body. Often, these devices use internet protocol (IP), the same protocol that identifies computers over the world wide web and allows them to communicate with one another. The goal behind the internet of things is to have devices that self report in real time, improving efficiency and bringing important information to the surface more quickly than a system depending on human intervention.

Add a Comment