জলমহাল কি?

সরকারি আইনে জলমহালকে সজ্ঞায়িত করতে গিয়ে দুই ধরনের জলমহালের কথা বলা হয়েছে-
১) বদ্ধ জলমহাল,
২) উম্মুক্ত জলমহাল।

বদ্ধ জলমহাল: বদ্ধ জলমহাল বলতে বুঝায় ঐ জলমহালকে যার চর্তুসীমা নির্দিষ্ট অর্থাত্‍ স্থল ভাগ দ্বারা বেষ্টিত। সাধারণতঃ হাওর, বিল, ঝিল, হ্রদ, দীঘি, পুকুর, ডোবা ইত্যাদি। এ ধরনের জলমহালের মাছ ধরার সময়ও নির্ধারিত থাকে।

উম্মুক্ত জলমহাল: যে সকল জলমহাল স্থলভাগ দ্বারা বেষ্টিত নয় এবং যেখানে মৎস্য শিকার এর জন্য কোনো সময় নির্দিষ্ট থাকে না তাকে উন্মুক্ত জলমহাল বলে। যেমন: খাল, নদী, প্রবাহমান স্রোত ধারা ইত্যাদি।

অধিকার
মত্‍স্য চাষের জন্য ২০ একর পর্যন্ত বদ্ধ জলমাহল ইজারা (লীজ) পাবার অধিকার।
মত্‍স্য চাষের জন্য যুব সমাজের সবার আগে সুযোগ পাবার অধিকার।
ইজারার সুযোগ গ্রহণের জন্য সময় পাবার অধিকার।

লঙ্ঘন:
যুব সমাজ অথবা মৎস্যজীবিকে লীজ প্রদান না করা৷
ইজারার সুযোগ গ্রহণের জন্য সময় না পাওয়া৷
ইজারা সংক্রান্ত শর্ত পূরণ করার পরও ইজারা (লীজ) প্রদান না করা৷

Add a Comment