Albert Einstein

আইনস্টাইনকে মানুষ বেশি চেনে তাঁর বিখ্যাত ভর-শক্তি সমতুল্য সুত্র দিয়ে। \(E=mc^2\), পদার্থবিদ্যায় ন্যূনতম জ্ঞান আছে অথচ এই সুত্রটি জানেনা, এরকম মানুষ পাওয়া কঠিন। আলবার্ট আইনস্টাইন ১৯০৫ সালে Theory of Relativity প্রকাশ করেন। ১৯২১ সালে ম্যাক্স প্লাংকের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোর ফটো তরিৎ ক্রিয়া ব্যাখ্যা করেন। এ জন্য তাকে ১৯২২ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য যে তাঁকে Theory of Relativity-এর জন্য নোবেল দেওয়া হয়নি।

তিনি ১৯৪০ সালে আমেরিকায় স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে তিনি ইউএস প্রেসিডেন্ট Franklin D. Roosevelt কে অমিত শক্তির বোমা তৈরির সম্ভাবনা জানিয়ে একটি পত্র লেখেন। এর প্রেক্ষিতে ম্যানহাটন প্রজেক্টে তৈরি হয় পারমাণবিক বোমা। ১৯৪৫ সালে বিশ্ববাসী যার ভয়াবহতা দেখতে পায় হিরোসিমা ও নাগাসাকিতে।

Add a Comment