বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যাবহার

1. অল্টিমিটার – উচ্চতা নির্ণায়ক
2. অডিও ফোন – শ্রবন শক্তি উন্নতির যন্ত্র
3. অ্যামিটার – বিদ্যুৎ প্রবাহ মাপক
4. ইলেক্ট্রস্কোপ – বিদ্যুতের উপস্থিথি ও প্রকৃতি নির্ণায়ক
5. অ্যানিমোমিটার – বাতাসের গতিবেগ ও শক্তি মাপক
6. ইনকিউবেটর – ডিম থেকে বাচ্চা ফুটাবার যন্ত্র
7. ওহম মিটার – পরিবাহীর রোধ নির্ণায়ক
8. ইলেক্ট্রফেরাস – বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের সবচেয়ে সরল যন্ত্র
9. ওডোমিটার – মোটর গাড়ীর গতি মাপক
10. ক্যালরিমিটার – তাপ পরিমাপক
11. কার্ডিওগ্রাফ – হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক
12. কার্বুরেটর – পেট্রোলকে দহনের উপযোগী বাষ্পে পরিণত করার যন্ত্র
13. ক্রোনোমিটার – সমুদ্রের দ্রাঘিমা পরিমাপক
14. ক্রেস্কোগ্রাফ – উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক
15. গ্রাভিমিটার – পানির তলায় তেলের সঞ্চয় নির্ণায়ক
16. গ্যাল্ভানোমিটার – ক্ষুদ্রমাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক
17. জেনারেটর – যান্ত্রিক শক্তিকে তাড়িৎ শক্তিতে পরিণত করার যন্ত্র
18. টেনসিওমিটার – তরলের পৃষ্ঠটান
19. ট্যাকোমিটার – উড়জাহাজের গতি নির্ণয়ে
20. টেলিস্কোপ – দুরের জিনিস দেখার জন্য
21. টোস্টার – পাউরুটি বা তদ্রুপ বস্থু শেকার যন্ত্র
22. ড্রেজার – পানির নিচের মাটি কাটার যন্ত্র
23. থিয়োডোলাইট – জমি জরিপ ও উচ্চতা মাপার ক্ষুদ্র দূরবীন
24. থার্মমিটার – উষ্ণতা পরিমাপক
25. পাইরমিটার – সূর্যেরতাপ নির্নায়ক
26. পেরিস্কোপ- সাবমেরিন থেকে সমুদ্রের উপড়ের জাহাজ দেখার যন্ত্র
27. প্রেসার কুকার – অল্প সময় ও অল্প তাপে রান্না করার যন্ত্র
28. পোটেনসিওমিটার – তড়িচ্চালক বলের তুলানাকারক
29. ফ্যাদোমিটার – সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র
30. বাডিং মিটার – কলম করা ও কাটা ছাটার যন্ত্র
31. ব্যরোমিটার – বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক
32. ভ্যান্ডিগ্রাফ – বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের আধুনিক যন্ত্র
33. ম্যানোমিটার – গ্যাসের চাপ নির্নায়ক

Add a Comment