সুশাসনের উপাদান

সুশাসন একটি আপেক্ষিক প্রত্যয়, এটি সার্বজনীন কোন বিষয় নয়। তবে সুশাসনকে বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে।

UNHCR এর মতে, কোন দেশে সুশাসন নিশ্চিত করতে হলে ৫ টি উপাদানের সমন্বয়ের প্রয়োজন।এগুলো হল- Transparency, Responsibility, Accountability, participation and Responsiveness ।

জাতিসংঘ চিহ্নিত সুশাসনের মূল উপাদান ৮ টি। এগুলো হল-দায়বদ্ধতা,কার্যকরী ও দক্ষ প্রশাসন, স্বচ্চতা ন্যায় বিচার প্রবণতা, জবাবদিহিতা, আইনের শাসনের অনুসারী, অংশগ্রহণমূলক এবং মতামতের উপর নির্ভরশীলতা।

বিভিন্ন সংস্থার মতে সুশাসনের উপাদান কতটি ?

১. UNDP এর মতে ? ৯ টি
২. জাতিসংঘ এর মতে ? ৮ টি
৩. বিশ্বব্যাংকের মতে? ৬ টি
৪. UNHCR এর মতে? ৫ টি
৫. AFDB এর মতে? ৫ টি
৬. IDA এর মতে ? ৪ টি
৭. ADB এর মতে ? ৪ টি
৮.”শাসক ও উন্নয়ন”শীর্ষক প্রতিবেদন প্রথম প্রকাশ করে ? ~বিশ্বব্যাংক[১৯৯২]
৯. “শাসন ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন “শীর্ষক প্রতিবেদন প্রথম প্রকাশ করে ? ~জাতিসংঘ[১৯৯৭]
১০. বৈশ্বিক মানব উন্নয়ন সূচক প্রকাশ করে কে ? ~UNDP
১১. সুশাসন নিশ্চিত করতে White paper প্রকাশ করে কে ? ~EEC(European Economic Community)

Add a Comment