Edmund Spenser ***

– Called Poet of Poets
– The Shepherds Canlendar. ( এ কাব্য টি রচনা করে তিনি বিখ্যাত হয়ে যান)
– Prince of poet in his time (তার সমাধিতে লেখা)
– তাঁর দুটি গুরুত্বপূর্ণ সাহিত্য কর্মঃ – Astrophel, Amoretti.
– The Faerie Queen (মহাকাব্য)
কাব্যটির বিষয়বস্তুঃ পরীদের দেশের রাণী গ্লোরিয়ানা ১২ দিনব্যাপী একটা উৎসবের আয়োজন করে। প্রতিদিন একদল উৎপীড়িত মানুষ এসে দৈত্যদের ব্যাপারে অভিযোগ করে আর রাণী প্রতিদিন একজন বীরকে এই উৎপীড়ন বন্ধের জন্য পাঠিয়ে দেন। এই বারোজন বীরের কথা বর্ণিত হয় এই মহাকাব্যে।

Add a Comment