কি বোর্ড

কি বোর্ড একটি ইনপুট যন্ত্র। সাধারণ কিবোর্ডের বিন্যাসকে QWERTY বলে। কিবোর্ডে সাধারণত ১০৪-১০৫ টি কি থাকে। এই কি গুলো কে বিভিন্ন ভাবে ভাগ করা যায়।

Functional Key: F1 থেকে F12
Numeric Key: 0-9
Alphabet: A-Z,
Special key: Ctrl, Alt

F1= Help Button
F12 = Save

২০০৩ সালের ২৩ মার্চ ডাঃ মেহেদী হাসান অভ্র কিবোর্ড তৈরি করে।

কিছু কি বোর্ড শর্টকাট
Ctrl+M= পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড বসাতে।
Ctrl + D = স্লাইড বা অনুরূপ কিছুর ডুপ্লিকেট তৈরিতে।

Add a Comment