৩৬তম বিসিএস লিখিত প্রশ্ন আন্তর্জাতিক বিষয়াবলি

মহাস্থানগড়
বিষয় কোডঃ ০০৭
নির্ধারিত সময়-৩ ঘন্টা
পূর্ণমান-১০০
[দ্রিষ্টব্য-ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।] নম্বর ৪X১০=৪০

১) নিম্নলিখিত যে কোন দশটি বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করুনঃ

(ক) (BRICS) কী ?
(খ) জাতিতাত্ত্বিক রাষ্ট্র বলতে কি বোঝায় ?
গে) সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ কী কী?
(ঘ) সন্ত্রাসবিরোধী ইসলামি সামরিক জোট সম্পর্কে লিখুন।
(ঙ)ট্রাঞ্জিট ও শিপমেন্টের সংজ্ঞা দিন ।
(চ) বিশ্বায়ন প্রক্রিয়ার মূল চালিকা শক্তিগুলো কী কী?
(ছ) সরকার ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য কী ?
(জ) “ব্রেটন উড়” (Bretton Woods) প্রতিষ্ঠানগুলো সম্পর্কে সংক্ষেপে লিখুন।
(ঝ) কপিরাইট (Copyright) কী ?
(ঞ) ডব্লিউটিও (WTO) এর কার্যাবলি সংক্ষেপে লিখুন।
(ট) অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আসিয়ান (ASEAN) কী কী পদক্ষেপ গ্রহণ করেছে ?
(ঠ) শক্তির ভারসাম্য (Balance of Power) বলতে কী বোঝায় সংক্ষেপে আলোচনা করুন।

যে কোন তিনটি প্রশ্নের উত্তর দিনঃ ১৫x৩=৪৫

(ক) বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো (Important Issue) চিহ্নিত করুন। ১৫
(খ) সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক সংকটের কারণগুলো আলোচনা করুন। ১৫
(গ) চীন-মার্কিন সম্পর্কের প্রকৃতি নির্ণয় করুন। ১৫
(ঘ) (i) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধির পক্ষের যুক্তিগুলো কী ?
(ii) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করুন।

৩. যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিজনিত সমস্যার সমাধান ও পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সম্পর্কে আলোচনা কর।