অর্থনৈতিক সমীক্ষা ২০১৮

– বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৮ লাখ।
– জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭%।
– পুরুষ-মহিলার অনুপাত- ১০০.৩:১০০।
– জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিমি— ১,০৯০ জন।
– স্থূল জন্মহার ও মৃত্যুহার (প্রতি ১০০০ জনে) জন্ম ১৮.৭ জন ও মৃত্যু ৫.১ জন।
– শিশু মৃত্যুহার (এক বছরের কমবয়সী প্রতি হাজার জীবিত জন্মে)– ২৮ জন।
– বাংলাদেশে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭১.৬ বছর (পুরুষ ৭০.৩ বছর: মহিলা ৭২.৯ বছর)।
– সরকারি হাসপাতালের শয্যা প্রতি জনসংখ্যা ১,৬৫২ জন।
– ডাক্তার প্রতি জনসংখ্যা ২,০৩৯ জন।
– স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারীর হার ৭৫%।
– সাক্ষরতার হার (৭ বছর +) ৭১%। (পুরুষ ৭৩% এবং নারী ৬৮.৯%)
– দেশে দারিদ্র্যের হার— উর্ধ্বসীমা ২৪.৩% ও নিম্নসীমা ১২.৯%।

– ২০১৭-১৮ অর্থবছরে চলতি মূল্যে জিডিপি-২২,৩৮,৪৯৮ কোটি টাকা।
– ২০১৭-১৮ অর্থবছরে স্থির মূল্যে জিডিপি (ভিত্তিবছর ২০০৫-০৬) ১০,২০,৪৩০ কোটি টাকা।
– মোট শ্রমশক্তি (১৫ বছর+)- ৬.৩৫ কোটি (পুরুষ ৪.৩৫ কোটি ও মহিলা ২.০০ কোটি)।
– ২০১৭-১৮ অর্থবছরে স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধির হার ৭.৬৫%।
– ২০১৭-১৮ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী জিডিপিতে অবদান কৃষি ১৪,১০%, শিল্প ৩৩.৭১% ও সেবা ৫২.১৮%।
– চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় ১,৭৫২ মার্কিন ডলার বা ১.৪২.৮৬২ টাকা। (৪০তম বিসিএস প্রিলিমিনারি)
– চলতি মূল্যে মাথাপিছু জিডিপি– ১.৬৭৭ মার্কিন ডলার বা ১৩৬.৭৮৬ টাকা।
– ২০১৭-১৮ অর্থবছরে জিডিপিতে দেশজ সঞ্চয়ের অবদান–২৩.৬১%।
– ২০১৭-১৮ অর্থবছরে জিডিপিতে জাতীয় সঞ্চয়ের অবদান ২৮.০৭%।

– ২০১৭-১৮ অর্থবছরে জিডিপিতে মোট বিনিয়োগের অবদান— ৩১.৪৭% (সরকারি ৮.২২% ও বেসরকারি ২৩.২৫%)।
– ২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয় (জুলাই ‘১৭-ফেব্রু ‘১৮) —২৭,৪৫১.৫৫ মি,মা,ড,।
– ২০১৭-১৮ অর্থবছরে আমদানি ব্যয় (জুলাই ‘১৬-ফেব্রু ‘১৭)৩৮,৭১৫ মি,মা,ড,।
– বৈদেশিক মুদ্রার মজুদ (৯ মে ২০১৮)- ৩১,৯২৩.৫৭ মিলিয়ন মার্কিন ডলার।
– ২০১৭-১৮ অর্থবছরে প্রবাসীদের প্রেরিত অর্থের পরিমাণ (লাই ‘১৭-এলি ‘১৮)-১২.০৮৮.১৮ মিলিয়ন মার্কিন ডলার।
– ২০১৭-১৮ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছে—২.৫৯,৪৫৪ কোটি টাকা।
– ২০১৭-১৮ অর্থবছরে মোট ব্যয় ৩,৭১,৪৯৫ কোটি টাকা।
– জাতীয় মহাসড়ক, ২০১৭ ৩,৮১৩ কিমি। (আঞ্চলিক ৪.২৪৭; ফিডার ১৩,২৪২; রেল ২,৮৭৭)।

Add a Comment