সিলেট জেলা

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে 3 টি।

বিষয়তথ্য
নামঃসিলেট কে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। (১৫তম বিসিএস প্রিলিমিনারি)
অবস্থানঃসুরমা নদীর তীরে (22 তম বিসিএস প্রিলিমিনারি)
উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ
  • জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানী – মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি,
  • মেজর জেনারেল এম এ রব – মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সেকেন্ড ইন কমান্ড, বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান ও সাবেক সংসদ সদস্য।
  • আবুল মাল আব্দুল মুহিত আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রী ও সংসদ সদস্য।
খনিজ পদার্থঃপ্রাকৃতিক গ্যাস( হরিপুর গ্যাস ক্ষেত্র, কৈলাশটিলা গ্যাস ক্ষেত্র, সিলেট গ্যাস ক্ষেত্র, সেভরন গ্যাস ক্ষেত্র)। বাংলাদেশের পাথরের চাহিদার ৯০% ই আসে সিলেট হতে।
দর্শনীয় স্থানঃ
  • প্রকৃতি কন্যা হিসাবে সারাদেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং।
  • সর্বোচ্চ বৃষ্টিপাতের অঞ্চল
  • হযরত শাহজালাল (রঃ) মাজার
  • হজরত শাহপারান (রঃ) মাজার
  • মালনীছড়া চা বাগান
উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃপ্রথম সার কারখানা ফেঞ্চুগঞ্জ
নদ-নদীঃ সুরমা, পিয়াইন গাঙ্গ, সারি গোয়াইন, বাগরা গাং, নওয়া গাং, শেওলা, ধামালিয়া
অন্যান্য তথ্যঃ
  • সিলেট মণিপুরী নাচের জন্য বিখ্যাত (22 তম বিসিএস প্রিলিমিনারি)
  • তামাবিল স্থল বন্দর – বাংলাদেশের সিলেট অঞ্চলের সীমান্তবর্তী একটি এলাকা। এখান থেকে ভারতের পাহাড়, ঝর্ণা ছাড়াও অনেক দর্শনীয় স্থান অবলোকন করা যায়।

<- হবিগঞ্জ
শেরপুর ->