রাঙ্গামাটি জেলা

পূর্ব নামঃ হরিকেল
অবস্থানঃ কর্ণফুলী ও শংখ নদীর তীরে

আদিবাসী এ জেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খেয়াং, চাক্, পাংখোয়া, লুসাই, সুজেসাওতাল, রাখাইন সর্বোপরি বাঙ্গালীসহ ১৪টি জনগোষ্ঠি বসবাস করে। প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় রয়েছে চাকমা সার্কেল চীফ। চাকমা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাকমা সার্কেল চীফ।

দর্শনীয় স্থানঃ

  • কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়। এটি দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র।
  • পর্যটন মোটেল ও ঝুলন্ত সেতু-এ সেতু ইতোমধ্যে ‘সিম্বল অব রাঙ্গামাটি’ হিসেবে পরিচিতি পেয়েছে।
  • শুভলং ঝর্ণা-বরকল উপজেলায় অবস্থিত (৩৬তম বিসিএস প্রিলিমিনারি)
  • কাচালং নদীর পাশে প্রাকৃতিক নয়াভিরাম যগচুক পাহাড়। যগচুক বন্দুক ভাংগা ইউনিয়নে সবচেয়ে উচ্চতম পাহাড়। এখানে ১৯৮৮ সালে রাজবন বিহারে দ্বিতীয় বৃহত্তম ভাবনা কেন্দ্র স্থাপন করা হয়। এই ভাবনা কেন্দ্র থেকে অনেক ভিক্ষু ধ্যান সাধনা করে গেছেন।
  • রাইংখ্যং পুকুর একটি গভীর প্রা্কৃতিক হ্রদ। এটি রাংগামাটি জেলার বিলাইছড়ি উপজেলাধীন ফারুয়া ইউনিয়নের অর্ন্তগত বড়থলি ওয়ার্ডে অবস্থিত। এটি সমুদ্র সমতল থেকে প্রায় ২,৫০০ ফুঁট উঁচুতে অবস্থিত এবং আয়তনে ৩০ একর প্রায়। এই হ্রদের পাড়ে বহু বছর ধরে ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস।
  • বীরশ্রেষ্ঠ ল্যান্সেনায়েক মুন্সী আব্দুর রউফ স্মৃতি ভাস্কর্য ও সমাধি
  • প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য মনলোভা দর্শণীয় স্থান হলো ন-কাবা ছড়া ঝর্ণা।
  • কতুকছড়ি যাওয়ার পথে রাস্তার পাশেই ফুরমোন পাহাড় অবস্থিত।
  • রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন ; যার আয়তন ৭০২ বর্গমাইল । রাঙামাটির অনেকটা অংশই দেখে যায় সাজেক ভ্যালি থেকে । তাই সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ




উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ

  • রাঙ্গামাটি শহরের প্রবেশ দ্বারে সহজেই দৃষ্টি কাড়ে যে স্থাপত্যটি সেটিই উপজাতীয় যাদুঘর বাঁ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট(এটি প্রথম Tribal Cultural Institute যা ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। )।
  • পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল– এশিয়ার বৃহত্তর এই পুলিশ স্কুলটি ২য় নম্বর অবস্থানে রয়েছে, ১ম নম্বর অবস্থানে মালয়েশিয়া। দেশের সুনামধন্য পুলিশ অফিসার বড় বড় পদে অধিষ্টিত পুলিশ এই স্কুলের ছাত্র। মনোরম পরিবেশে ছাত্র/ছাত্রীরা এখান থেকে ট্রেনিং নিয়ে দেশ বিদেশে চাকুরীরতাবস্থায় আছেন।
  • কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেড-১৯৫১ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা নামক স্থানে প্রতিষ্ঠিত হয় এশিয়ার বৃহত্তম কাগজের কল যার প্রধান কাঁচা মাল বাঁশ

নদ-নদীঃ কর্ণফুলী, থেগা, হরিনা, কাসালং, শুভলং, চিঙ্গড়ি, কাপ্তাই। এ জেলার প্রধান নদী কর্ণফুলী। এটি দেশের একমাত্র খড়স্রোতা নদী, যা মিজোরামের লুসাই পাহারের লংলেহ হতে উৎপন্ন হয়েছে।
অন্যান্য তথ্যঃ

  • বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র রাঙ্গামাটি জেলায় অবস্থিত। এটি দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র
  • এ জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা। দেশের এক মাত্র রিক্সা বিহীন শহর, হ্রদ পরিবেষ্টিত পর্যটন শহর এলাকা।
  • রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টির পূর্বের নাম ছিল কার্পাস মহল
  • ভারত ও মিয়ানমারের সাথে সীমান্ত বেষ্টিত দেশের একমাত্র জেলা।

<- বান্দরবান
কক্সবাজার ->