পাবনা জেলা

অবস্থানঃ ইছামতি ও পদ্মানদীর তীরে অবস্থিত

উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ

  • বন্দে আলী মিয়া একজন বাংলাদেশী কবি, ঔপন্যাসিক, শিশু-সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর।
  • স্যামসন এইচ চৌধুরী (১৯২৫ – ২০১২) বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি ছিলেন। শীর্ষস্থানীয় এ শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের চেয়ারম্যান ছিলেন।
  • ফজলে লোহানী, সাহিত্যিক
  • প্রমথ চৌধুরী (ছদ্মনাম বীরবল),
  • কবি আবু হেনা মোস্তফা কামাল

দর্শনীয় স্থানঃ

  • লালন শাহ্ সেতু (ঈশ্বরদী)
  • হার্ডিঞ্জ ব্রীজ (ঈশ্বরদী)-একক ব্রৃহত্তম রেল সেতু।
  • জোড় বাংলা মন্দির

উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ

ইক্ষু ও ডাল গবেষণা কেন্দ্র , স্কয়ার ফার্মাসিউটিক্যাল (শহর/বিসিক শিল্প নগরী), মানসিক হাসপাতাল (হেমায়েতপুর), চিনি শিল্পের ট্রেনিং ইন্সটিটিউট- ঈশ্বরদী, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র – রূপপুর

নদ-নদীঃ পাবনার উল্লেখযোগ্য নদীর মধ্যে পদ্মা, যমুনা, ইছামতি অন্যতম। পাবনা হচ্ছে একমাত্র জেলা যেখানে পদ্মা এবং যমুনা একই সাথে বিরাজমান।

অন্যান্য তথ্যঃ

  • পাবনার হোসিয়ারী তাঁত শিল্পে পাবনা জেলার যথেষ্ট সুনাম আছে।

<-বগুড়া
নওগাঁ ->