চাঁপাইনবাবগঞ্জ

বিষয়তথ্য
পূর্ব নামঃপ্রাচীন বাংলার রাজধানী গৌড়ের অন্তর্গত।
অবস্থানঃমহানন্দা নদীর তীরে। বাংলাদেশের মানচিত্রে সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ । সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ। সর্ব পশ্চিমের স্থান মনাকশা।
ইতিহাসধারণা করা হয় যে এ অঞ্চলে রাজা লখিন্দরের(বেহুলার স্বামী) বাসভূমি ছিল। লখিন্দরের রাজধানীর নাম ছিল চম্পক। চম্পক নাম থেকেই চাঁপাই।
উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ নাট্যকার মমতাজ উদ্দীন আহমেদ; ইলা মিত্র – উপমহাদেশের প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী।
অর্থকরী ফসলঃঅনেকে চাঁপাইনবাবগঞ্জ কে ‘আমের দেশ’ বলেও জানে। এটি আমের রাজধানী হিসেবে পরিচিত।
দর্শনীয় স্থানঃছোট সোনা মসজিদ-সুলতান আলা-উদ-দীন শাহ এর শাসনামলে (১৪৯৩-১৫১৯ খ্রিষ্টাব্দে) ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। এটি হোসেন-শাহ স্থাপত্য রীতিতে তৈরি। এই মসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি অবস্থিত। ছোট সোনা মসজিদ থেকে কয়েকশ’ গজ দূরেই রয়েছে তিন গম্বুজ মসজিদ।
উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ আম গবেষণা কেন্দ্র
নদ-নদীঃপদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে। এ জেলারই অপর এক নদী – মহানন্দা; যা পদ্মার শাখা নদী।
অন্যান্য তথ্যঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা অঞ্চলের গম্ভীরার মুখ্য চরিত্রে নানা-নাতি খুব জনপ্রিয়।

<- জয়পুরহাট
সিরাজগঞ্জ ->