চাঁদপুর


জেলা

বিষয়তথ্য
অবস্থানঃ মেঘনা নদীর তীরে এ জেলা অবস্থিত
উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ
  • লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী (৮ নং সেক্টর কমান্ডার)
  • মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম (১ নং সেক্টর কমান্ডার)
  • নাসির উদ্দিন, সম্পাদক, সওগাত
  • নূরজাহান বেগম, সম্পাদক, মাসিক বেগম
  • ডা. দীপু মনি- দেশের ও এই উপমহাদেশের প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী
  • শাইখ সিরাজ (গণ মাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান)
দর্শনীয় স্থানঃ
  • বড়স্টেশন মোলহেড নদীর মোহনা (চাঁদপুর সদর)
  • জেলা প্রশাসকের বাংলোয় অবস্থিত দুর্লভ জাতের নাগলিঙ্গম গাছ।
  • চাঁদপুর শহরে অবস্থিত স্বাধীনতা স্মারক ভাষ্কর্য ‘অঙ্গীকার’ এবং চাঁদপুরের ঐতিহ্য সম্বলিত ‘শপথ’ ভাষ্কর্য দৃষ্টিনন্দন স্থাপত্যকীর্তি।
উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আইসিডিডিআরবি(International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh (icddr,b))
নদ-নদীঃচাঁদপুর জেলা নদীর জেলা হিসেবে পরিচিত।এখানে জালের মতো বিস্তৃত আছে অনেক নদী।এখানে ৮ টি নদী আছে যা অন্য যে কোনো জেলা থেকে অনেক বেশি। নদীগুলো হচ্ছে: মেঘনা নদী, পদ্মা নদী, ডাকাতিয়া নদী, গোমতী নদী, ধনাগোদা নদী মতলব নদী, উধামধি নদী, চারাতভোগ নদী। । পদ্মা ও মেঘনা নদী দুটি চাঁদপুর শহরের কাছে এসে মিলেছে।
অন্যান্য তথ্যঃ
  • ঐতিহ্যবাহী এক সময়ের মহকুমা শহর, ‘‘Gate way of Eastern India” আজকের জেলা চাঁদপুর।

<- ফেনী
সাতক্ষিরা ->