সামাজিক উন্নয়নে বাংলাদেশ

সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিবেচ্য প্রায় সকল সূচকেই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে।

জেন্ডার প্যারিটি ইন্ডেক্স ৬৪ (১৪৫টি দেশের মধ্যে )
জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭
শিশু মৃত্যু হার ( ১ বছরের কম প্রতি হাজারে ) > ৩০জন
শিশু মৃত্যু হার ( ৫ বছরের কম প্রতি হাজারে ) > ৩৮জন
মাতৃমৃত্যুহার > ১.৯৩% (জাতীয় )
গর্ভনিরোধ ব্যবহার কারী > ৬২.২%
প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হার – ৯৭.৩%
ড্রপ আউটের হার ২০.০৯%
২.২৩ কোটি শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ
মানুষের গড় আয়ু – ৭০.৭ বছর
২০১৪ সালে বাংলাদেশ পোলিও মুক্ত দেশের সনদ লাভ করে।
মোবাইল ফোনে ২৪ ঘণ্টা ১৬২৬৩ নম্বরে স্বাস্থ্য সেবা চালু আছে।
টিকাদানের হার ৯৬%
ভারতের তুলনায় বাংলাদেশের মেয়েদের শিক্ষার হার ৬% বেশি।
বাংলাদেশে বর্তমানে দারিদ্র্যের হার – ২৩.৫% এবং অতি দারিদ্র্যের হার -১২.১%।
মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্হান- ১৩৯ তম।
শিক্ষার হার ৬২. ৭%

Add a Comment