মহিলাদের জন্য সংরক্ষিত আসন

বাংলাদেশ নারীর সম অধিকারে বিশ্বাস করে। বাংলাদেশ সংবিধানই তাদেরকে সে অধিকার দিয়েছে। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ করার কথা ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশের স্থানীয় শাসন ব্যবস্থায় নারীর আসন সংরক্ষণের পাশাপাশি জাতীয় সংসদেও তাদের জন্য আসন সংরক্ষিওত করা আছে। সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদে ৫০টি আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। তবে এ আসন সংখ্যা বিভিন্ন সময়ে বৃদ্ধি করা হয়েছে।

  • ১৯৫৪ সালের যুক্ত্রফ্রন্ট নির্বাচনের সময় সংরক্ষিত আসন ছিল ৭ টি
  • ১৯৭০ সালের সাধারনণ নির্বাচনে ছিল ৯ টি (পূর্ব পাকিস্তানের জন্য।)
  • ১৯৭২ সালের সংবিধানে প্রথম বাংলাদেশের সংসদে সংরক্ষিত আসনব্যবস্থা চালু করা হয়, যেখানে ৩০০টি সাধারণ আসনের সঙ্গে নারীদের জন্য ১০ বছরের জন্য অতিরিক্ত ১৫টি সংরক্ষিত আসনের ব্যবস্থা রাখা হয়।
  • ১৯৭৮ সালে ৩০টি
  • ২০০৪ সালে ৪৫ টি
  • ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা ৫০টিতে উন্নীত করা হয়।
  • ২০১৮ সালের ৮ জুলাই ১৭তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ আগামী ২৫ বছরের জন্য বাড়ানো হয়।

Add a Comment