বাংলাদেশের ডাকবিভাগ

বাংলাদেশে পোস্ট কোড চালু হয় = ১৯৮৬ সালে
স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকঘর = চুয়াডাঙায়
ডাক বিভাগের মনোগ্রাম = একজন ধাবমান রানারের কাঁধে চিঠির ব্যাগ ঝোলানো, হাতে একটা বল্লম, মাথায় প্রজ্বলিত লণ্ঠন।
ডাক বিভাগের শ্লোগান = সেবাই আদর্শ।
ডাক বিভাগের সদর দপ্তর = ঢাকায়
ডাক যাদুঘর = ঢাকার জিপিওতে।
একমাত্র পোস্টাল একাডেমি = রাজশাহীতে।
GEP চালু হয় = ১৯৮৪
EPP চালু হয় = ২০০০
ডাক যোগাযোগ নেই = ইসরায়েলের সাথে।

Add a Comment