গিনি সহগ

জিনি সহগ গিনি সহগ ( Gini coefficient) অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সূচক যা কোন দেশের আয় বা সম্পদের বণ্টনের অসমতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এটি একটি অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়, যার মান ০ থেকে ১-এর মধ্যে হবে। জিনি সহগকে ১০০ দিয়ে গুণ করে শতকরা হারে প্রকাশ করলে তাকে জিনি সূচক (Gini index) বলা হয়।

কোন দেশের গিনি সহগ ০ বা সূচক যদি ০% হয় তবে সে দেশে আয়ের ক্ষেত্রে পূর্ণ সমতা ( Perfect equality ) আছে বলে ধরা হয়। আবার কোন দেশে যদি তা ১ বা সূচক ১০০% হয় তা পূর্ণ অসমতা ( Perfect Inequality ) প্রকাশ করে। সাধারণত জিনি সহগ শূন্য দশমিক ৫ বা সূচক যদি ৫০% হয় তবে সে দেশকে উচ্চ আয়বৈষম্যের দেশ বলে ধরা হয়।

২০১৬ সালের ডিসেম্বরের খানা আয়-ব্যয় জরিপ করা হয়। তখন বাংলাদেশের গিনি সহগ হয় ০.৩২৪ বা ৩২.৪%।

Add a Comment