ইপিজেড(EPZ)

মোংলা ও মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল করতে চায় ভারত।
জাপানের জন্য জমি অধিগ্রহণ চলছে। জাপানের অর্থনৈতিক অঞ্চল হচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজারে।
অবকাঠামোর কাজ করছে চীন। চীনা অর্থনৈতিক অঞ্চল হবে চট্টগ্রামের আনোয়ারায়

তিনটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জমি চাইলেও ভারত আপাতত দুটি নির্মাণে আগ্রহী। দেশটির সরকার সে দেশের ব্যবসায়ীদের আগ্রহ বিবেচনা করে মোংলা ও মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশকে। কুষ্টিয়ার ভেড়ামারার বিষয়ে আপাতত তাদের বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে না।

অর্থায়ন
তিন দেশের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে জাপান ও ভারতের তিনটি অঞ্চল প্রতিষ্ঠার জন্য অর্থায়ন পুরোপুরি নিশ্চিত হয়েছে। জাপান বাংলাদেশকে এ জন্য সাড়ে ১৩ কোটি ডলার ও ভারত ২৭ দশমিক ৮০ কোটি ডলার কম সুদে ঋণ হিসেবে দিচ্ছে। অন্যদিকে চীন ২৮ কোটি ডলার ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে, তবে তা চূড়ান্ত হয়নি।
বাংলাদেশের EPZ সম্পর্কিত গুরুত্বপূর্ণ
তথ্যগুলো জেনে রাখুন কাজে দিবে:
========================
০১. EPZ এর নিয়ন্ত্রিত সংস্থাটির নাম কি ? উত্তর: BEPZA.

০২. BEPZA কোন মন্ত্রনালয়ের অধীনে ? উত্তর: প্রধানমন্ত্রীর মন্ত্রনালয়ে ।

০৩. BEPZA কত সালে প্রতিষ্ঠিত হয় ? উত্তরঃ ১৯৮০ সালে ।

০৪. সরকারি খাতে দেশে মোট EPZ কতটি ? উত্তরঃ ৮টি ।

০৫. বাংলাদেশের প্রথম EPZ কোনটি ? উত্তরঃ চট্রগ্রাম EPZ (১৯৮৩ সালে )।

০৬. বাংলাদেশের দ্বিতীয় EPZ কোনটি ? উত্তরঃ ঢাকা EPZ (১৯৮৭ সালে )।
০৭. দেশের তৃতীয় EPZ কোনটি ? উত্তরঃ মংলা EPZ (১৯৯৮ সালে )।
০৮. দেশের চতুর্থ EPZ কোনটি ? উত্তরঃ কুমিল্লা EPZ (১৯৯৮ সালে )
০৯. দেশের ৫ম EPZ কোনটি ? উত্তরঃ ঈশ্বরদী EPZ (পাবনা) (১৯৯৮ সালে )।
১০. দেশের ৬ষ্ঠ EPZ কোনটি ? উত্তরঃ উত্তরা EPZ (নীলফামারী) (২০০১ সালে )
১১. দেশের ৭ম EPZ কোনটি ? উত্তরঃ নারায়নগঞ্জের আদমজী EPZ (২০০৬ সালে )
১২. দেশের ৮ম EPZ কোনটি ? উত্তরঃ কনফুলী EPZ (চট্রগ্রাম) (২০০৬ সালে )

১৩. দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোনটি ? উত্তরঃ উত্তরা EPZ (নীলফামারী)।
১৪. সস্প্রতি কোথায় আরো দুটি নতুন EPZ স্থাপিত হচ্ছে ? উত্তরঃ মেঘনা EPZ (মুন্সীগঞ্জ), ফেনী EPZ ।
১৫. বাংলাদেশের বেসরকারি EPZ কয়টি ? উত্তরঃ ২টি ।
১৬. দেশের প্রথম বেসরকারি EPZ কোনটি ? উত্তরঃ REPZ (১০ অক্টোবর, ১৯৯৯ সালে ভিত্তি প্রস্তুর স্থাপন)
১৭. দেশের ২য় বেসরকারি EPZ কোনটি? উত্তরঃ KEPZ (৩০ অক্টোবর, ১৯৯৯ সালে ভিত্তি প্রস্তুর স্থাপন)
১৮. KEPZ তৈরির উদ্যোগ নে কোন কোম্পানি ? উত্তরঃ ইয়ংওয়ান (কোরিয়া) ।
১৯. KEPZ এর আয়তন কত ? উত্তরঃ ২,৬০০ একর (প্রায়) ।